সামনেই পুজো আর পুজো মানেই খাওয়া দাওয়া। তাই পুজোর আগে খাবারের গুণমান বিচার করতে ফুড স্টলে ফুড ইন্সপেক্টরদের হানা। শুক্রবার মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা বাজার সংলগ্ন বিভিন্ন ফাস্টফুড ও বিরিয়ানি স্টলে জেলা খাদ্য দপ্তরের আধিকারিকরা যায়। সেখানে গিয়ে তারা খাদ্যের গুণমান বিচার করে দেখে। আর সেখানকারই একটি দোকানের ফ্রিজের মধ্যে রাখা ছিল এক্সপায়ার হয়ে যাওয়া খাদ্যদ্রব্য। যা বাজেয়াপ্ত করলে বচসে লেগে যায় সেখানে। এর পর চলে তর্কও। পরে ফাস্টফুড সেন্টার থেকে বের হতেই পূর্ব মেদিনীপুর জেলা ইনফোর্সমেন্ট ইন্সপেক্টার কে হেনস্থা করা হয় বলে অভিযোগ।