নিউ ব্যরাকপুর গেঞ্জি কারখানায় আগুন লাগার ঘটনায় মৃত্যু হয়েছে ৪ শ্রমিকের। বিধ্বংসী আগুনের গ্রাসে একরকম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কারখানাটি। তারই তদন্তে সেখানে পৌঁছোয় চার সদস্যের ফরেন্সিক দল। কী ভাবে এই ভয়াবহ আগুন লাগে ইতিমধ্যেই শুরু হয়েছে তার তদন্ত। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না কারখানার মালিকের। তাঁর খোঁজ চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনের একটি বিশেষ দল।