পানিহাটি পৌরসভার পরিচালনায় পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চলে পালিত হচ্ছে 56 তম দন্ড মহোৎসব। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সাধারণ আসেন এই দন্ড মহোৎসবে। তীব্র গরম ও মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ছাব্বিশ জনের মতো পূর্ণার্থী তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে জানালেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ
পানিহাটি পৌরসভার পরিচালনায় পানিহাটি মহোৎসব তলা ঘাট সংলগ্ন অঞ্চলে পালিত হচ্ছে 56 তম দন্ড মহোৎসব। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সাধারণ আসেন এই দন্ড মহোৎসবে। তীব্র গরম ও মানুষের ভিড়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় ছাব্বিশ জনের মতো পূর্ণার্থী তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে জানালেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ | সুভাষ পাল 66 বছর বয়স শুক্লা পাল 62 বছর বয়স পানিহাটি মহোৎসব তলা ঘাটের পাশে ফ্ল্যাটে থাকেন পুজো দিতে গিয়েছিলেন সেই সময় গরমে ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটে এখন অবস্থা একজনের নাম জানা যায়নি | মোট চারজন দর্শনার্থীর মৃতদেহ পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে