বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা | পথ দুর্ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায়
য়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা | পথ দুর্ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায় | মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল অমল মাহাতো (৪০), শুকুর মনি মাহাতো (৩৫), সুকুমার টুডু (৪০), অভিজিৎ হাসদা(৪) ।মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়| চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মিরা সরেন বয়স(৪০) বছর। প্রমিলা সরেন বয়স(৩২)বছর মঙ্গল মার্ডি বয়স(৩৫)বছর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে।