একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ৈ আসছে ততই গরম হচ্ছে রাজনৈতিক মহল। এবার সাতসকালে বিজেপি কর্মীর বাড়ির জানালা থেকে উদ্ধার হল তাজা বোমা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানা পাড়ায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বিজেপি সূত্রে খবর, থানা পাড়ার শিব শংকর দাস একজন সক্রিয় বিজেপি কর্মী। তার বাড়ি থেকে দুটি তাজা বোমা উদ্ধারের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে পাল্টা অভিযোগ তৃণমূলের। মালদা জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জানিয়েছেন চাঁচল বিধানসভায় ঘাসফুলের জয় নিশ্চিত ভেবে বিজেপি শিরোনামে আসার জন্য নিজেরাই নাটক করে এসব করছে। তৃণমুলও থেমে থাকবে না বলে জানিয়েছেন তিনি।