Bus service: মুখ্যমন্ত্রীকে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই চালু হল বাগদা-হাওড়া সরকারি বাস

মুখ্যমন্ত্রীকে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই বাগদা থেকে হাওড়া সরকারি বাস চালু হল শুক্রবার। বুধবার উত্তর ২৪ পরগনার  মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদা থেকে কলকাতা বাস নেই বলে জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীকে (Chief Minister Mamata Banerjee) আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই বাগদা থেকে হাওড়া (Howrah) সরকারি বাস চালু হল শুক্রবার। বুধবার উত্তর ২৪ পরগনার  মধ্যমগ্রামের প্রশাসনিক সভায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদা থেকে কলকাতা বাস নেই বলে জানিয়েছিলেন। এবং বাগদা থেকে কলকাতা সরকারি বাস চালানোর আবেদন করেছিলেন। আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যেই শুক্রবার সরকারি বাসের শুভ সূচনা করলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। শুক্রবার বাগদা পুরাতন বাজার থেকে বাগদা হাওড়া বাসের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আরটিও বোর্ডের সদস্য প্রিয়াংশু পান্ডে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা । বাগদা থেকে হাওড়া গামী বাস চালু হওয়ায় এলাকার মানুষের সুবিধা হবে বলে দাবি করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ।

04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ