শাসনে গ্রেফতার আল কায়দার শাখা সংগঠনের দুই জঙ্গি। বুধবার উত্তর ২৪ পরগনার খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এদের। জানা গিয়েছে আব্দুর রাকিব সরকার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং কাজি আহসান উল্লাহ হুগলীর আরামবাগের বাসিন্দা। আব্দুর রাকিব সরকার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের পঞ্চগ্রাম আউশা এলাকার বাসিন্দা। সংগঠনের অন্যতম পাণ্ডা আব্দুর রাকিব সরকার। গত ৩ বছর ধরে বারাসাতের একটি মাদ্রাসায় পড়াচ্ছিলেন। মধ্যরাতে ভাড়া বাড়ি থেকে এদের গ্রেফতার করে STF এরা সরাসরি আল-কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দাবী পুলিশের। আজ বারাসত আদালতে এই দুই জঙ্গিকে পেশ করা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
শাসনে গ্রেফতার আল কায়দার শাখা সংগঠনের দুই জঙ্গি। বুধবার উত্তর ২৪ পরগনার খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এদের। জানা গিয়েছে আব্দুর রাকিব সরকার দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং কাজি আহসান উল্লাহ হুগলীর আরামবাগের বাসিন্দা। আব্দুর রাকিব সরকার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের পঞ্চগ্রাম আউশা এলাকার বাসিন্দা। সংগঠনের অন্যতম পাণ্ডা আব্দুর রাকিব সরকার। গত ৩ বছর ধরে বারাসাতের একটি মাদ্রাসায় পড়াচ্ছিলেন। মধ্যরাতে ভাড়া বাড়ি থেকে এদের গ্রেফতার করে STF এরা সরাসরি আল-কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দাবী পুলিশের। আজ বারাসত আদালতে এই দুই জঙ্গিকে পেশ করা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।