করোনা অতিমারির মাঝেই ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। এই দক্ষিণবঙ্গকে আগের রূপে ফেরাতে বিশেষ উদ্যোগ। সেখানকার জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয় কনসেনট্রেটর। মোট ২ টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ। এছাড়াও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও সাহায্যের হাত বাড়িয়েছে। বৃহস্পতিবার থেকেই সেখানে দুয়ারে ত্রাণ কর্মসূচি শুরু হয়ে যাবে। এমনটাই আশ্বাস দিচ্ছেন সেখানকার জেলাশাসক। এছাড়াও সুন্দরবনে নতুন করে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনাও চলছে।