ঘুষ বা কাটমানি দিয়ে চাকরি পাওয়ার মতো টাকা নেই। তাই সরকারি আধিকারিকের কাছে জামা, প্যান্ট, আংটি, মোবাইল জমা দিয়ে গান্ধীগিরির পথে হাঁটলেন যুব তৃণমূলের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের জনস্বাস্থ্য কারগরি দফতরে। কাটমানি না দিলে চাকরি হয়না, এই অভিযোগ তুলে মঙ্গলবার ওই দফতরে গিয়ে এভাবেই অভিনব কায়দায় বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আসানসোলের কল্যাণেশ্বরী জল প্রকল্পে কাটমানির বিনিময়ে বেশ কয়েকজনকে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। আইটিআই পাশ করা কর্মপ্রার্থীরা যেখানে চাকরি পাচ্ছেন না, সেখানে অর্থের বিনিময়ে ঠিকাদার সংস্থার লোকজন কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ করছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশিস নস্কর।