বই থেকে রয়্যালটি পাই, কারও পয়সায় খাই না, আজ নজরুল মঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রোজগারের উৎস নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'আমি বই লিখি, খেটে রোজগার করি। ১২০টি বই বেরিয়েছে আমার। আমি গানে সুর দিই, কারও পছন্দ হতেও পারে নাও হতে পারে। কিন্তু তাতে রয়্য়ালটি পাই। আমি যা রয়্যালটি পাই, তা অনেকেই পায় না।' 'আমি আমি কোনও অন্যায়কে সমর্থন করি না।'
বই থেকে রয়্যালটি পাই, কারও পয়সায় খাই না, আজ নজরুল মঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রোজগারের উৎস নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, 'আমি বই লিখি, খেটে রোজগার করি। ১২০টি বই বেরিয়েছে আমার। আমি গানে সুর দিই, কারও পছন্দ হতেও পারে নাও হতে পারে। কিন্তু তাতে রয়্য়ালটি পাই। আমি যা রয়্যালটি পাই, তা অনেকেই পায় না।' 'আমি আমি কোনও অন্যায়কে সমর্থন করি না।'