ইঞ্জিন ছাড়াই ছুটছে মালগাড়ি! রবিবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন বীরভূমের মুরারই থানা এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত পাথরবোঝাই মালগাড়ির বগিগুলি লাইনচ্যুত হওয়ায় বড় কোনও বিপদ ঘটেনি। রবিবার সকালে ঘটনাটি ঘটে বীরভূমের মুরারই থানার রাজগ্রামের গোপালপুর পাথর শিল্পাঞ্চলে। যদিও এ বিষয়ে মুখ কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ।
ইঞ্জিন ছাড়া মালগাড়ির চোদ্দটি বগি ছুটতে দেখে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। রাজগ্রামের স্টোন চিপস কারখানা থেকে নিয়মিত মালগাড়িতে পাথর বোঝাই করে বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এরকমই কয়েকটি বগিতে পাথর বোঝাইয়ের কাজ চলার সময় চোদ্দটি বগি হঠাৎ চলতে শুরু করে। ঘণ্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে থাকে মালগাড়ির বগিগুলি। স্থানীয়রাই চিৎকার করে রেল লাইন থেকে অন্যান্যদের সরে যাওয়ার জন্য সতর্ক করতে থাকেন। চোদ্দটির মধ্যে কয়েকটি বগি মাঝপথে লাইনচ্যুত হলেও চারটি বগি দশ কিলোমিটার পথ পেরিয়ে রাজগ্রাম রেলগেট পর্যন্ত চলে আসে। সেখানেই লাইনচ্যুত হয়ে থামে মালগাড়ি। ওই লাইনে শিল্পাঞ্চলের মালগাড়ি ছাডা় অন্য কোনও ট্রেন না চলায় বড়ল বিপদ ঘটেনি।