ইঞ্জিন ছাড়াই দশ কিলোমিটার ছুটল মালগাড়ি, দেখুন সেই ভিডিও

  • বীরভূমের মুরারইয়ের ঘটনা
  • ইঞ্জিন ছাড়াই দশ কিলোমিটার ছুটল মালগাড়ি

ইঞ্জিন ছাড়াই ছুটছে মালগাড়ি! রবিবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন বীরভূমের মুরারই থানা এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত পাথরবোঝাই মালগাড়ির বগিগুলি লাইনচ্যুত হওয়ায় বড় কোনও বিপদ ঘটেনি। রবিবার সকালে ঘটনাটি ঘটে বীরভূমের মুরারই থানার রাজগ্রামের গোপালপুর পাথর শিল্পাঞ্চলে। যদিও এ বিষয়ে মুখ কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ।

ইঞ্জিন ছাড়া মালগাড়ির চোদ্দটি বগি ছুটতে দেখে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। রাজগ্রামের স্টোন চিপস কারখানা থেকে নিয়মিত মালগাড়িতে পাথর বোঝাই করে বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এরকমই কয়েকটি বগিতে পাথর বোঝাইয়ের কাজ চলার সময় চোদ্দটি বগি হঠাৎ চলতে শুরু করে। ঘণ্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটতে থাকে মালগাড়ির বগিগুলি। স্থানীয়রাই চিৎকার করে রেল লাইন থেকে অন্যান্যদের সরে যাওয়ার জন্য সতর্ক করতে থাকেন। চোদ্দটির মধ্যে কয়েকটি বগি মাঝপথে লাইনচ্যুত হলেও চারটি বগি দশ কিলোমিটার পথ পেরিয়ে রাজগ্রাম রেলগেট পর্যন্ত চলে আসে। সেখানেই লাইনচ্যুত হয়ে থামে মালগাড়ি। ওই লাইনে শিল্পাঞ্চলের মালগাড়ি ছাডা় অন্য কোনও ট্রেন না চলায় বড়ল বিপদ ঘটেনি। 
 

02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট04:01মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ২৬-এ হবে আসল খেলা, দেখুন02:30ক্যানিং-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!