খোদ স্টেশন চত্বরে যাত্রীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার মধ্যরাতে ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর , রাত ২টো ১৫ মিনিটে শিয়ালদহগামী মুজফফরপুর এক্সপ্রেস থেকে কাঁকিনাড়া স্টেশনে নামেন নদীয়ার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস(৩৫)। স্টেশনে নামতেই তিন দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁর। অভিযোগ, এরপরই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ট্রেন যাত্রীর। খোদ জিআরপির অফিসের নাকের ডগায় যদি এমন ঘটনা ঘটে,তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এই নিয়ে সরব হন যাত্রীরা। বেশকিছুদিন আগেও ট্রেন অবরোধকে কেন্দ্র করে যাত্রী বোঝাই ট্রেনে বোমা ছুড়েছিল দুষ্কৃতীরা। আবার একই ঘটনায় কাঁকিনাড়া স্টেশনে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নচিহ্নের মুখে রেল কর্তৃপক্ষ।