জয় শ্রীরামের জের কি না স্পষ্ট করছেন না। কিন্তু ইদানিং বাড়িতে ভজন গাইছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। শনিবার গজলডোবায় গিয়ে জমি মালিকদের বিক্ষোভের মুখে পড়ে নিজেই এ কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী। একউ সঙ্গে তাঁর দাবি, বাড়িতে রাম নবমীর পুজোও করেন তিনি।
শুক্রবার হেলিপ্যাডের জন্য জমি দেখতে গিয়ে গজলডোবায় চাষিদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার পরেই মন্ত্রী বলেন, "এঁরা জয় শ্রীরাম বলছেন, কিন্তু সীতা মায়ের নাম করছে না। এঁরা কি তবে নারী বিদ্বেষী? এঁদের মতো ভেকধারী রাজনীতিক হতে পারব না। মানুষের পাশে গিয়ে রাজনীতি করব, তার জন্য ধর্মের কী দরকার? ধর্ম মানবতার কথা বলে, বিদ্বেষের কথা বলে না, মানুষকে পিটিয়ে মারার কথা বলে না।" এরই সঙ্গে মন্ত্রী জানান, ইদানীং বাড়িতে তিনি গাঁধীজির প্রিয় ভজন প্র্যাক্টিস করছেন।