বাজার পরিদর্শনে গিয়ে অবৈধ নির্মাণ দেখে রীতিমতো অগ্নিশর্মা পর্যটন মন্ত্রী গৌতম দেব। অবিলম্বে বেআইনি নির্মাণ ভাঙার জন্য পুলিশ- প্রশাসনকে নির্দেশও দিলেন ক্ষুব্ধ মন্ত্রী। শুধু তাই নয়, সরাসরি অভিযুক্ত ব্যবসায়ীদের হুঁশিয়ারির সুরে তিনি বলেন, দোকানের বেআইনি অংশ ভাঙার সময় কেউ বাধা দিতে এলে তাঁকে গ্রেফতার করা হবে। মন্ত্রীর এ হেন আচরণের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ করেন ব্যবসায়ীরা, হয় অবরোধও।
শনিবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেট পরিদর্শনে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব। বাজারে ঢুকে মন্ত্রীর নজরে পড়ে, বেশ কয়েকজন ব্যবসায়ী দোকানের নির্দিষ্ট সীমা ছাড়িয়ে চলাচলের পথ দখল করে নির্মাণ করেছেন। তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন পর্যটন মন্ত্রী। ক্ষুব্ধ মন্ত্রীকে ব্যবসায়ীদের উদ্দেশে বলতে শোনা যায়, 'আপনারা তো গোটা শহরটাই বিক্রি করে দেবেন!' কয়েকজন ব্যবসায়ী নিজেদের বক্তব্য জানাতে গেলেও তাতে কর্ণপাত করেননি গৌতম দেব। অবিলম্বে বেআইনি অংশ ভাঙার নির্দেশ দেনে তিনি। মন্ত্রী চলে যাওয়ার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। মন্ত্রীর হুঁশিয়ারি এবং নির্দেশের প্রতিবাদে বিধান রোডও অবরোধ করেন তাঁরা।