দেশ জুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্ম তিথি। করোনা বিধি মেনেই এবার পালিত হচ্ছে এই দিন। তাতেই মেতেছেন এখন রাজনৈতিক নেতারা। এবার সিমলা স্ট্রিটের বাড়িতে দেখা গেল রাজ্যপালকেও। সস্ত্রীক তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে করলেন স্বামীজির আরাধোনা। সেই সঙ্গেই সেখানে স্বামীজিকে নিয়ে বক্তব্য রাখলেন তিনি। তাঁর কথায় উঠে এল স্বামীজি সংক্রান্ত একাধিক কথা। দেশের নতুন প্রজন্মকে স্বামীজির দেখানো পথেই চলার পরামর্শ দিলেন তিনি।