রাজ্যপালের ডাকা বৈঠকে আবারও গরহাজির প্রশাসনিক কর্তারা
উত্তরবঙ্গের পরে এবার উত্তর চব্বিশ পরগণা
রাজ্য সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র হল রাজ্য়পাল জগদীপ ধনখড়ের। এ দিন রাজ্য সরকারি কর্তারা উপস্থিত না হওয়ায় উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঞ্জে রাজ্যপালের ডাকা সরকারি বৈঠক ভেস্তে যায়। এতেই বেজায় ক্ষুব্ধ হয়েছেন জগদীপ ধনখড়। তাঁর দাবি, সরকারের অনুমতি না পাওয়াতেই তাঁর ডাকা বৈঠকে হাজির হতে পারেননি জেলা প্রশাসনের কর্তারা। চিঠি দিয়ে দুই জেলার জেলাশাসক তাঁকে সেকথা জানিয়েছেন বলেও দাবি রাজ্যপালের। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন, তাই রাজ্য প্রশাসনের সব শীর্ষ কর্তাই তাঁর সঙ্গে সেখানে গিয়েছেন। সে কারণেই প্রশাসনিক কর্তারা অনুমতি পাননি বলে রাজ্য়পালকে লেখা চিঠি জানিয়েছেন দুই জেলাশাসক। ক্ষুব্ধ রাজ্যপাল পাল্টা বলেন, 'আমি রাজ্য সরকারের অধস্তন নই যে আমার ডাকা বৈঠকে আসতে গেলে সরকারের অনুমতি নিতে হবে।' এ দিন উত্তর চব্বিশ পরগণার হিঙ্গলগঙ্গ থেকে সফর শুরু করেন রাজ্যপাল। দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগণার সজনেখালিতে পৌঁছনোর কথা।
গোটা ঘটনাকে ভয়ঙ্কর এবং উদ্বেগজনক বলেও ব্যাখ্যা করেছেন রাজ্যপাল। তিনি বলেন, 'চারদিন পর দুই জেলাশাসকই একসঙ্গে একধরনের চিঠি পাঠিয়ে বলছেন রাজ্য সরকারের অনুমতি ছাড়া আমার ডাকা বৈঠক নিয়ে তাঁরা কোনও পদক্ষেপ করতে পারবেন না। এটা খুবই ভয়ঙ্কর এবং উদ্বেগের বিষয়। তাঁরা বলছেন, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন বলে নাকি তাঁরা অনুমতি জোগাড় করতে পারেননি।' রাজ্যপালের আরও অভিযোগ, তিনি যে বৈঠক ডেকেছেন, সে সম্পর্কে এলাকার জনপ্রতিনিধিদেরও কিছু জানায়নি জেলা প্রশাসন। গত মাসে উত্তরবঙ্গ সফরে গিয়েও প্রশাসনিক বৈঠক ডেকে একই অভিজ্ঞতা হয়েছিল রাজ্যপালের।