বছরের প্রথম দিনেই পুরুলিয়ায় রাজ্যপাল। পুরুলিয়া সৈনিক স্কুলের ময়দানের হেলিপ্যাডে নামেন তিনি। সস্ত্রীক তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়েই তাঁর মুখে শোনা গেল অমিতের প্রশংসা। পুরুলিয়ার সৈনিক স্কুলের ছাত্র ছিল এই অমিত রাজ। দুই পড়শিকে আগুন থেকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয় তার। পুরুলিয়ার সৈনিক স্কুলের দশম শ্রেণীর পড়ুয়া ছিল সে। সেই অমিতকে স্মরণ করেই রাজ্যপাল জানান, নিজের জীবন দিয়ে যে বার্তা দিল অমিত আমাদের সবসময় মনে রাখতে হবে। সৈনিক স্কুলে গিয়ে সেই অমিতকেই স্মরণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাশাপাশি তিনি সেখানে জানালেন রাজ্যপাল তহবিল থেকে সৈনিক স্কুলকে ১১ লক্ষ টাকা দেওয়া হবে।