১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলে গেল স্কুল। করোনার জেরে প্রায় ১ বছর বন্ধ ছিল স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে তবে এখনই ছোটদের জন্য খুলছে না স্কুল। আর স্কুলের প্রথম দিনেই বেশ কিছু ছাত্রকে বাড়ি ফেরাল শিক্ষক। পরণে নেই স্কুলের সঠিক পোশাক। সেই কারণেই বাড়ি ফেরালেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেল বাজার হাইস্কুলে। সূত্রের খবর, প্রায় ২০ জনকে বাড়ি ফিরিয়ে দেন শিক্ষক।