বরফের চাদরে ঢাকল শৈলশহর দার্জিলিং। শুক্রবার সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং-এ। টাইগার হিল থেকে ঘুম, দার্জিলিং-এর একাধিক জায়গায় তুষারপাত। ক্যামেরায় বন্দি বরফে ঢাকা দার্জিলিংয়ের ছবি।
চারপাশে শ্বেত শুভ্র বরফে ঘেরা। বরফে ঢেকেছে শৈল শহর। শীতকালে অনেকেই এই বরফ দেখতে পাহাড়ে ছুটে যান। আর এই শীতের মাঝেই এবার তুষারপাত পাহাড়ে। বরফের চাদরে ঢাকল শৈলশহর দার্জিলিং। শুক্রবার সকাল থেকে তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং-এ। টাইগার হিল থেকে ঘুম, দার্জিলিং-এর একাধিক জায়গায় তুষারপাত। ক্যামেরায় বন্দি বরফে ঢাকা দার্জিলিংয়ের ছবি। এই বছরে এই নিয়ে ষষ্ঠবার তুষারপাত হল দার্জিলিং-এ। তুষারপাত দেখতে পেয়ে খুশি পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীরাও। প্রসঙ্গত এবছর কিছুদিন আগেই দার্জিলিং এবং গ্যাংটকে তুষার পাত হয়। সকাল থেকেই সেদিনও মেঘে ঢেকেছিল সেখানকার আকাশ। দার্জিলিং-এর টাইগার হিলে সকাল থেকেই শুরু হয় তুষারপাত। সেখানকার রাস্তাঘাট ঢাকে বরফের চাদরে। অন্যদিকে গ্যাংটকেও সেদিন তুষারপাত হয়। গ্যাংটকের এদিনের সর্বনীম্ন তাপমাত্রা ছিল -৩.১ ডিগ্রি। আবারও শুক্রবার একই ছবি দেখা গেল পাহাড়ে। পাহাড়ে গিয়ে বরফ দেখতে পাওয়া একটা উপড়ি পাওনা তা বলাই যায়। তাই বরফ দেখতে পেশে খুশি পর্যটকরাও।