মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল। করোনা পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল ২০২১ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। করোনা আবহে ২০২১ সালে বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই মূল্যায়নের ভিত্তিতে বৃহস্পতিবার ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফল ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। শুক্রবার রাজ্যের ৫১টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ হবে। পরীক্ষা না হওয়ায় এবার মেধা তালিকা প্রকাশিত হয়নি। মোট ৮লক্ষ ১৯ হাজার ২০২জন পরীক্ষা দিয়েছিলেন এবার। তাদের মধ্যে ৯৭.৬৯% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই বছর সর্বোচ্চ নম্বর হয়েছে ৪৯৯। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একক ভাবে প্রথম স্থানে রয়েছেন মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এক কন্যা।
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল। করোনা পরিস্থিতির মাঝেই প্রকাশিত হল ২০২১ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। করোনা আবহে ২০২১ সালে বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই মূল্যায়নের ভিত্তিতে বৃহস্পতিবার ফল প্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফল ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। শুক্রবার রাজ্যের ৫১টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ হবে। পরীক্ষা না হওয়ায় এবার মেধা তালিকা প্রকাশিত হয়নি। মোট ৮লক্ষ ১৯ হাজার ২০২জন পরীক্ষা দিয়েছিলেন এবার। তাদের মধ্যে ৯৭.৬৯% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই বছর সর্বোচ্চ নম্বর হয়েছে ৪৯৯। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একক ভাবে প্রথম স্থানে রয়েছেন মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের এক কন্যা।