হিজাব পরে স্কুলে যাওয়া নিয়ে উত্তেজনা। ডোমজুড়ের মাকড়দহ গার্লস স্কুলে উত্তেজনা। ভ্যাকসিন নিতে স্কুলে গিয়েছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। হিজাব পরে ভ্যাকসিন নিতে গিয়েছিল সেই ছাত্রী। অভিযোগ, স্কুলের এক শিক্ষিকা ওই ছাত্রীকে আপত্তিজনক কথা বলে।
হিজাব পরে স্কুলে যাওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো ডোমজুড়ের মাকড়দহ গার্লস স্কুলে। গতকাল অর্থাৎ বুধবার স্কুলে চলছিল ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া, হিজাব পরে ভ্যাকসিন নিতে এসেছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ স্কুলের ইংরাজির শিক্ষিকা হেমা বোধক ওই ছাত্রীকে এই নিয়ে আপত্তিজনক কথা বলেন এবং তাকে ধাক্কা মারেন। এরপর স্কুল থেকে চলে যেতে বলেন। এই খবর ছড়িয়ে পড়তেই ওই ছাত্রীর পরিবারের লোকজন ও সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকশো মানুষ স্কুলে এসে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান। স্কুলের মধ্যে এবং বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। উত্তেজিত জনতা দাবি করে ওই শিক্ষিকাকে স্কুল থেকে সাসপেন্ড করতে হবে। পুলিশ এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই শিক্ষিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন তাদের স্কুলে এ ধরনের ঘটনা এই প্রথম। সাধারণত স্কুলে সকল ছাত্রী স্কুলের পোশাক পরেই আসে । গতকাল ওই ছাত্রী স্কুলে ক্লাস করতে আসে নি,শুধুমাত্র ভ্যাকসিন নিতেই স্কুলে এসেছিলো । অভিযুক্ত শিক্ষিকা তা জানতেন না । স্কুল পোশাকের না দেখে তিনি ছাত্রীর প্রতি ওই ব্যবহার করেন । গোটা ঘটনায় শিক্ষা দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখছে। ওই শিক্ষিকাকে ১০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে।