গতকাল গভীর রাত্রে আর জি কর হাসপাতালে বছর চল্লিশের হাসান গাজী মৃত্যু হয় । এরপর আজ মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ মৃতের পরিবারের ও স্থানীয় বাসিন্দাদের ।
চলতি মাসের ৮ই অক্টোবর বছর চল্লিশের হাসান গাজীকে তার বন্ধু জাহাঙ্গীর গাজী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় মাথায়, যুবককে গুরুতর জখম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা, প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে তারপর তার অবস্থা অবনতি হলে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় , গতকাল গভীর রাত্রে আর জি কর হাসপাতালে বছর চল্লিশের হাসান গাজীর মৃত্যু হয় । এরপর আজ মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ মৃতের পরিবারের ও স্থানীয় বাসিন্দাদের । তাদের দাবি অবিলম্বে বাকি দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ দুই থানার পুলিশ ।