হোটেলের মধ্যেই রমরমিয়ে চলছিল মধুচক্রের কারবার। আচমকা অভিযান চালিয়ে সেখান থেকেই ১৫ জন যুবক-যুবতীকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থানার কাছারিপাড়ায় ইটিন্ডা রোডের উপরে একটি হোটেলে এ দিন অভিযান চালিয়ে ওই মধুচক্রের কারবার ফাঁস করে দেয় বসিরহাট থানার পুলিশ।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই বসিরহাটের বিভিন্ন জায়গা থেকে যুবক- যুবতীরা ওই হোটেলে ভিড় জমাতো। স্থানীয় বাসিন্দারাই পুলিশের নজরে বিষয়টি আনেন। হোটেলের মালিকই এই চক্র চালাতো বলে অভিযোগ। শুক্রবার রাতে ওই হোটেলে হানা দিয়ে বারো জন যুবক ও তিন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের দাবি মেনে হোটেলটি সিল করে দেওয়া হয়েছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।