উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ইংরেজিতে ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঐ ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ডুবা পাড়া এলাকায়
মৃত ছাত্রীর নাম শম্পা হালদার(১৭)। সে স্থানীয় আর এন রায় গার্লস স্কুলে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। এবছর আর এন রায় স্কুল থেকে ১৮০জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৮০জন পাশ করে বাকি জন ফেল করেছে। এরপর পাশ করানোর দাবিতে মালদা বুলবুলচন্ডী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। সম্প্রতি জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ শুর করে। এই বিক্ষোভে সামিল ছিল মৃত শম্পা হালদার। যদিও মৃত ছাত্রীর বাবা কুশি হালদার জানায়,পরীক্ষায় ফেল করায় পরিবারের সদস্যদের অলক্ষ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করেছে সে।