এবার কালীপুজোয় (Kali puja) নিষিদ্ধ বাজি। পরিবেশবান্ধব বাজি (Firecrackers) ছাড়া এবার সমস্ত বাজিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। চোখ এড়িয়ে দেদার বিক্রি হচ্ছে বাজি। এবার চম্পাহাটির হাড়াল বাজি বাজারে পুলিশের (Police) হানা। পুলিশি ধরপাকড়ে উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি। সেখান থেকে গ্রেফতারও হয়েছে ২ জন। প্রসঙ্গত, বারুইপুর চম্পাহাটি হাড়াল বাজি বাজার অন্যতম বড় বাজি বাজার। সেখানেই সোমবার পুলিশ হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণ বাজিও উদ্ধার হয়। এছাড়াও পরিবেশ দূষণ রোধ করতে এবার দীপাবলিতে শুধুই পরিবেশবান্ধব বাজি ফাটানো যাবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পশ্চিমবঙ্গে শুধু পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা যাবে বলেই জানায় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্যসব ধরনের বাজিতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। কালীপুজোয় মাত্র ২ ঘন্টার জন্য ফাটানো যাবে বাজি বলেই নির্দেশ রয়েছে এবছর। তারপরেও একের পর এক জায়গা থেকে বাজি বাজেয়াপ্ত হচ্ছে।
এবার কালীপুজোয় (Kali puja) নিষিদ্ধ বাজি। পরিবেশবান্ধব বাজি (Firecrackers) ছাড়া এবার সমস্ত বাজিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। চোখ এড়িয়ে দেদার বিক্রি হচ্ছে বাজি। এবার চম্পাহাটির হাড়াল বাজি বাজারে পুলিশের (Police) হানা। পুলিশি ধরপাকড়ে উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি। সেখান থেকে গ্রেফতারও হয়েছে ২ জন। প্রসঙ্গত, বারুইপুর চম্পাহাটি হাড়াল বাজি বাজার অন্যতম বড় বাজি বাজার। সেখানেই সোমবার পুলিশ হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণ বাজিও উদ্ধার হয়। এছাড়াও পরিবেশ দূষণ রোধ করতে এবার দীপাবলিতে শুধুই পরিবেশবান্ধব বাজি ফাটানো যাবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পশ্চিমবঙ্গে শুধু পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা যাবে বলেই জানায় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্যসব ধরনের বাজিতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। কালীপুজোয় মাত্র ২ ঘন্টার জন্য ফাটানো যাবে বাজি বলেই নির্দেশ রয়েছে এবছর। তারপরেও একের পর এক জায়গা থেকে বাজি বাজেয়াপ্ত হচ্ছে।