স্ত্রী -এর শোকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। নদিয়ার শান্তিপুর থানার অদৈত্য পাঠ এলাকার বাবলার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের। ২ বছর আগে মারা যান তাঁর স্ত্রী। এর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। সোমবার রাতে স্ত্রীর ছবি দেখে নেশাও করেন বলে পরিবারের সূত্রে খবর। আর তার পরদিন মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় তাঁর পরিবারের সদস্যরা।