বিজেপির নবান্ন অভিযানে যোগ দিতে পারলেন না শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছি যাওয়ার পথে পিটিএস-এর সামনে থেকেই তাঁকে আটক করে কলকাতা পুলিশ লালবাজারে নিয়ে যায়। কিন্তু তার আগেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি আদালতে যাওয়ার হুমকি পর্যন্ত দেন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ তিনি একজন পুরুষ। আর সেই কারণে কোনও মহিলা পুলিশ কর্মী তাঁকে ছুঁতে পারবেন না। তিনি সরাসরি মহিলা পুলিশদের উদ্দেশ্যে বলেন তাঁরা যেন তাঁকে 'টাচ' না করেন। শুভেন্দু অধিকারী মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন , ' আমি পুরুষ আমপি মহিলা। আমপি আমার গায়ে হাত দিতে পারবেন না।' এখানেই শেষ নয়। সেই সময়ই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার আকাশ মাঘারিয়া তাঁর কাছে আসেন। তাঁকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন,'এখানে সব মহিলা পুলিশ কর্মী, তাঁরা আমার গায়ে হাত দিয়েছেন। এটা তারা করতে পারে না। আমি আপনাদের বিরুদ্ধে আদালতে যাব।' এর উত্তরে আকাশ মেঘারিয়া বলেন, 'স্যার আমাদের বাহিনীতে মহিলা-পুরুষ কোনও ভাগ হয় না।'