'তৃণমূলের সবাইকে চোর বললে, উপযুক্ত শিক্ষা দেব' ফের হুমকি সৌগত রায়-এর। 'তৃণমূলের সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব' হুমকি সৌগত রায়-এর। গতকাল উত্তর ২৪ পরগনার রহড়া বাজারে নাম না করে বিরোধীদের হুমকি দিলেন তৃণমূল সাংসদ। তিনি আরও বলেন, 'তৃণমূলের ৯৫% মানুষ সৎ। যে দোষ করেছে তার শাস্তি হবে। কিন্তু সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব, উপযুক্ত শিক্ষা দেব। চোর না হয়ে বদনাম শুনতে পারব না।' যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
'তৃণমূলের সবাইকে চোর বললে, উপযুক্ত শিক্ষা দেব' ফের হুমকি সৌগত রায়-এর। 'তৃণমূলের সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব' হুমকি সৌগত রায়-এর। গতকাল উত্তর ২৪ পরগনার রহড়া বাজারে নাম না করে বিরোধীদের হুমকি দিলেন তৃণমূল সাংসদ। তিনি আরও বলেন, 'তৃণমূলের ৯৫% মানুষ সৎ। যে দোষ করেছে তার শাস্তি হবে। কিন্তু সবাইকে চোর বললে, আমরাও রুখে দাঁড়াব, উপযুক্ত শিক্ষা দেব। চোর না হয়ে বদনাম শুনতে পারব না।' যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।