রাতের অন্ধকারে মহিলার সাথে ধ্বস্তাধস্তি দুই যুবকের। মহিলার গলায় ধারাল অস্ত্রের কোপ। মহিলার চিৎকারে এক যুবককে ধরে ফেলল বাসিন্দারা। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। জখম মহিলাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার সোদপুরের কর্ণ রায় পাড়া এলাকার ঘটনা। জখম মহিলার নাম শিখা দেবনাথ। মহিলার বাড়ি পাশেই মহিষপোতা গ্রামে। কি কারণে মহিলার উপর আক্রমণ খতিয়ে দেখছে পুলিশ।
রাতের অন্ধকারে মহিলার সাথে ধ্বস্তাধস্তি দুই যুবকের। মহিলার গলায় ধারাল অস্ত্রের কোপ। মহিলার চিৎকারে এক যুবককে ধরে ফেলল বাসিন্দারা। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। জখম মহিলাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার সোদপুরের কর্ণ রায় পাড়া এলাকার ঘটনা। জখম মহিলার নাম শিখা দেবনাথ। মহিলার বাড়ি পাশেই মহিষপোতা গ্রামে। কি কারণে মহিলার উপর আক্রমণ খতিয়ে দেখছে পুলিশ।