শিল্প সম্মেলনে খাবার বিভ্রাট নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা শিল্পপতির।
সৈকত শহর দীঘায় অনুষ্ঠিত হল বেঙ্গল বিজনেস কনক্লেভ। ব্যবসা-বাণিজ্য আর শিল্পস্থাপনের ক্ষেত্রে সমন্বয়, সংযোগ আর বিকেন্দ্রীকরণের লক্ষ্যকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কনক্লেভের আয়োজন করা হয়েছিল। নিউ দীঘার নবনির্মিত কনভেনশনে সেন্টার দীঘাশ্রীতে এই বাণিজ্য সম্মলনের দেশ বিদেশের প্রতিনিধরা হাজির হয়েছিলেন। কনক্লেভের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীই। কিন্তু তাল কাটল ডিনারের সময়। খাবার না পেয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যেরই এক শিল্পপতি।