দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলেছিল স্থানীয়রা, মাছের বদলে জালে উঠলো অজগর সাপ
মাছের বদলে জালে উঠলো অজগর সাপ | দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলেছিল স্থানীয়রা | এরপর জাল তুলতে গিয়ে স্থানীয়রা দেখতে পান অজগর সাপটিকে | জাল সমেত সাপটিকে রাতুড়িয়া গ্রামের একটি মন্দিরে আনা হয় | এই অজগর সাপটিকে দেখতে ভিড় জমায় আশেপাশে গ্রামের প্রচুর মানুষ | ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে