গত দু'- তিন সপ্তাহ ধরে সিবিআই-এর সঙ্গে লুকোচুরি খেলার পরে অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন আইপিএস অফিসার রাজীব কুমার। সারদা কাণ্ডে জেরার করার জন্য বৃহস্পতিবার রাজীবকে ফের নোটিশ পাঠিয়েছিল সিবিআই।
রাজীবের বিরুদ্ধে ,সারদা কাণ্ডে মূলত তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এনেছে সিবিআই। সারদা কাণ্ডে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রধান ছিলেন বিধাননগরের তৎকালীন কমিশনার রাজীব কুমার। ইতিনমধ্যেই বিধাননগর কমিশনারেটের তৎকালীন গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ এবং অন্যান্য তদন্তকারী অফিসারদের জেরা করেছে সিবিআই। তাঁদের থেকে পাওয়া তথ্য সামনে রেখে রাজীবকে ফের চেপে ধরতে পারেন সিবিআই গোয়েন্দারা।