সরস্বতী পুজোর পরের দিন নিখোঁজ হয় এক যুবতী। ইসলামপুরের সামসেরগাঁও গ্রামের বাসিন্দা ওই যুবতী। সেই নিখোঁজ কলেজ পড়ুয়াকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে কোর্টে তোলা হয়। কোর্ট থেকে যুবতীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। যুবতীর পরিবারের সদস্যরাই এমনটা করে। পুলিশের সঙ্গে তরুণীর পরিবারের ধস্তাধস্তি চলে। তাঁদের পুলিশ লাঠিচার্জ করে বলেই অভিযোগ।