Jagadhatri Puja Chandannagar- আলোক সজ্জা থেকে প্রতিমা, চন্দননগরের সেরা কিছু জগদ্ধাত্রী পুজো

শনিবার জগদ্ধাত্রী পুজার মহানবমী। জগদ্ধাত্রী পুজোয়  মেতে উঠেছে গোটা চন্দননগর। এই শহরের অন্যতম পুজোগুলির মধ্যে  হল চন্দননগর তেমাথা।চন্দননগরের সবচেয়ে উচ্চ প্রতিমা।

শনিবার জগদ্ধাত্রী পুজার মহানবমী। জগদ্ধাত্রী পুজোয় (Jagadhatri Pujo 2021)মেতে উঠেছে গোটা চন্দননগর ( Chandannagar)। জলপথে ও ট্রেনপথে দর্শনার্থী আসতে শুরু করেছে। যদিও করোনা আবহের আগে যে ধরণের ভিড় হতো ,তার থেকে কমই হচ্ছে বলে বিভিন্ন পূজা কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন। চন্দননগরের অন্যতম পুজোগুলির মধ্যে  হল চন্দননগর তেমাথা। এখানে হয়েছে চন্দননগরের সবচেয়ে উচ্চ প্রতিমা। চন্দননগর ( Chandannagar) জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে আরও একটি অন্যতম পুজো এই দৈবক পাড়া। যদিও যত রাত বাড়ে এখানে পুজো মণ্ডপ গুলিতে ভিড় উপচে পড়ে। চন্দননগর ( Chandannagar) জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে আরও একটি অন্যতম পুজো   নতুন তিলি ঘাট। দূরদূরান্ত থেকে জলপথে ও ট্রেনপথে দর্শনার্থী আসতে শুরু করেছে এখানেও। মহানবমীতে জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে গোটা চন্দননগর । এবারে বেশ কিছু পূজামণ্ডপ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে এর মধ্যে অন্যতম হাটখোলা মনসাতলা। হাটখোলা মনসাতলা পুজো এবার ৬০ বছরে অর্থাৎ হীরক জয়ন্তী পালন করছে। তাদের এবারের মণ্ডপ টি সম্পুর্ন গোটা হলুদ দিয়ে তৈরি হয়েছে। মোট ১০০০ কিলো হলুদ দিয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপে ঢোকার মুখেই বিশাল দুটি প্রতীকী হাঁড়ি রাখা হয়েছে। বোঝানো হয়েছে এটি রন্ধনশালা। হাটখোলা মনসাতলা পুজো কমিটির সহ সভাপতি লাল্টু সরকার জানিয়েছেন, আমরা জানি হলুদ অ্য়ান্টিবায়োটিক। এই করোনা আবহে প্রাকৃতিক উপায়ে মণ্ডপ সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে। এমন ধ্যান ধারণা নিয়েই হীরক জয়ন্তীতে এই মণ্ডপ তৈরি করা। প্রায় ১৫ লাখ টাকা বাজেটের এই পুজো মণ্ডপ টি তৈরি করতে সময় লেগেছে তিনমাস। বলা বাহুল্য এই মণ্ডপ টি নিয়ে দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।

04:28Canning News : সত্যিই একটা জিনিস বটে! সোনার গহনা চুরি করে লুকিয়ে রেখেছিল পুকুরপাড়ে! গ্রেপ্তার তরুণী পরিচারিকা05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ