বিভিন্ন মহল থেকে ওঠা অভিযোগের তদন্ত হবে, আগামীতে আরো সতর্কতা গ্রহণ করা হবে, মাল বাজার হরপা বান দুর্ঘটনা নিয়ে জানালেন জেলা শাসক। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোধারা বসু এক সাংবাদিক সম্মেলন করে দুর্ঘটনার ব্যাখ্যা করেন আজ। গত বুধবার মাল নদীতে দূর্গা প্রতিমা বিসর্জনের সময় হরপা বানের কারণে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত তাতে ৮ জনের মৃত্যু হয়েছে, এবং আহত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
তাদের মধ্যে ৮ জনকে চিকিৎসার পর ছুটি দেওয়া হয়েছে। বিভিন্ন মহল থেকে মাল নদীতে হরপা বান আসার বিষয়ে এবং এত বড় ঘটনা ঘটার পেছনে যে সব অভিযোগ উঠছে সব ক্ষতিয়ে দেখা হবে বলে জানান জেলা শাসক। এছাড়াও ইতিমধ্যেই রাজ্য সরকারের ঘোষিত ক্ষতি পূরণের অর্থ প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।