নবদ্বীপে মাছের জোগান কম, মন খারাপ শাশুড়িদের। যদিও নবদ্বীপে এবারও ধুম পড়েছে জামাইষষ্ঠীর। নবদ্বীপের তেঘরিপারা বাজারে উপচে পড়েছে ভিড়।
নবদ্বীপে মাছের জোগান কম, মন খারাপ শাশুড়িদের। যদিও নবদ্বীপে এবারও ধুম পড়েছে জামাইষষ্ঠীর। নবদ্বীপের তেঘরিপারা বাজারে উপচে পড়েছে ভিড়। বাজারে জিনিসপত্রে দাম চড়চড় করে বেড়েছে। মাছের বাজারে মিলেছে ২০ কিলো ওজনের কাতলা মাছ। তাই নিয়ে বাজার প্রায় সরগরম হয়ে পড়ে। অতিমারির জন্য ২ বছর জামাইষষ্ঠীর বাজার মন্দা গিয়েছে। সেই তুলনায় এবারের বাজারে বিকিকিনি ভালো বলছেন বিক্রেতারা।