করোনার বাধা কাটিয়ে অবশেষে শুরু হল JEE-NEET পরীক্ষা। প্রথম থেকেই এই পরীক্ষার বিরোধিতা করেছিল রাজ্য সরকার। তা সত্ত্বেও পিছু হটেনি কেন্দ্র। সোমবার লকডাউনের পর মঙ্গলবার দেশজুড়ে শুরু হয় JEE মেইন। বিরোধিতা সত্ত্বেও পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে নজর রেখেছে রাজ্য সরকার। পুলিশের তত্ত্বাবধানে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য দাগ টানা হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের থার্মাল চেকিং ও স্যানিটাইজ় করার পাশাপাশি ফেস শিল্ড ও মাস্ক দেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্র থেকেই।