ঝালদার তরুণ দল সার্ব্বজনীনের লক্ষ্মীপূজো ৮৯ বছরে পা দিয়েছে। এটাই সেখানকার সবথেকে পুরনো এবং একমাত্র পুজো। এখানে লক্ষ্মীপুজোয় অন্নকূটও হয়। করোনার জেরে অনুষ্ঠানের জৌলুস কমে গিয়েছে কিছুটা। করোনা বিধি মেনেই সেখানে এবারও লক্ষ্মীপুজো। এই পুজোতেই মেতেছে এখন সেখানকার মানুষ। চারদিন ধরে চলে সেখানে পুজো এবং অনুষ্ঠান। এই পুজো ঘিরেই আলোকসজ্জায় সেজে ওঠে ঝালদা।
ঝালদার তরুণ দল সার্ব্বজনীনের লক্ষ্মীপূজো ৮৯ বছরে পা দিয়েছে। এটাই সেখানকার সবথেকে পুরনো এবং একমাত্র পুজো। এখানে লক্ষ্মীপুজোয় অন্নকূটও হয়। করোনার জেরে অনুষ্ঠানের জৌলুস কমে গিয়েছে কিছুটা। করোনা বিধি মেনেই সেখানে এবারও লক্ষ্মীপুজো। এই পুজোতেই মেতেছে এখন সেখানকার মানুষ। চারদিন ধরে চলে সেখানে পুজো এবং অনুষ্ঠান। এই পুজো ঘিরেই আলোকসজ্জায় সেজে ওঠে ঝালদা।