২০১৭ সালে টেট উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি না পেয়ে উপেন্দ্র নাথ বিশ্বাসের দ্বারস্থ চাকরি প্রার্থীরা
২০১৭ সালে টেট উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি না পেয়ে উপেন্দ্র নাথ বিশ্বাসের দ্বারস্থ চাকরি প্রার্থীরা | তাদের দাবি তারা চাকরির পরীক্ষায় পাস করলেও তাদের নিয়োগ হয়নি | এই বিষয়ে তারা সুবিচার চায় | অপর দিকে উপেন বিশ্বাস জানান ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে এনারা এসেছিলেন | নিজেদের সব কথা তাকে জানায় | কোর্টেও একটা রিট পিটিশন দাখিল করেছেন তারা | তবে সিবিআই যে বিষয়ে তদন্ত করছে তার সঙ্গে এর কোনো যোগ নেই বলেও জানান উপেন বিশ্বাস