ফের বাংলায় জেপি নাড্ডা। আগের বার তাঁর ওপর আক্রমণের পর এবার বিমানে তিনি বাংলায় এলেন। শনিবার সভা সারলেন কাটোয়ায়। পরে বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করলেন নাড্ডা। চাল সংগ্রহ করেই দলীয় কর্মসূচি এক মুঠো চালের সূচনা করলেন তিনি। শুধু চালই নয় সংগ্রহ করলেন নানান সবজিও। এর পরেই কৃষক মথুরা মন্ডলের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন সারেন তিনি। সেই সঙ্গেই সেখানে রোড শো করেন তিনি।