দু'দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠ ঘুরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সকালে তিনি বেলুড় মঠে এসে পৌঁছান। বেলুড় মঠের বিভিন্ন মন্দির দর্শন করেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে নাড্ডাজি বলেন, বেলুড় মঠে আজ আবার আসার সৌভাগ্য হলো। এর আগেও এসেছিলাম। তখন নির্বাচনের কারণে বেশি সময় থাকা হয়নি। বেলুড় মঠে এসে এখানে মহারাজদের সঙ্গে দেখা করলাম। এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কে অনেক কিছু জানলাম। বেলুড় মঠের মত পবিত্র স্থান যেখানে স্বামী বিবেকানন্দের স্মৃতি জড়িয়ে রয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীব সেবাই শিব সেবা। বেলুড় মঠে এসে আমার অত্যন্ত ভালো লাগছে।