এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। শনিবার রিষড়া মেলার উদ্বোধনে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, 'অমিত শাহের টাকে চুল গজিয়ে যাবে, তবু বাংলা থেকে একজনকেও তাড়াতে দেওয়া হবে না।' বাংলায় এসে এনআরসি কার্যকর করে একজনকেও তাড়িয়ে দেখানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন কল্যাণবাবু।