বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে চলছে প্রস্তুতি। এবার নন্দীগ্রামে দেখা গেল যুব মোর্চার সাইকেল মার্চ। সেখানেই সাইকেল চালাতে দেখা গেল কনিষ্ক পণ্ডাকে। শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই কনিষ্ক। তাঁকেই দেখা গেল এবার সাইকেল মার্চে। ভেকুটিয়া মাঠ থেকে শুরু হয় যাত্রা। যাত্রা চলে কাণ্ডপরসা পাকার পুল পর্যন্ত। সাইকেল মার্চে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্বরা। যাত্রা শেষে সারলেন ব্রিগেডের সভার প্রচারও।