কেষ্টপুর প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের কুড়ি তম বর্ষের খুঁটি পুজো হল আজ, উপস্থিত ছিলেন বিধায়িকা অদিতি মুন্সি, দমকলমন্ত্রী সুজিত বসু , সংসদ সৌগত রায় |
কেষ্টপুর প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের কুড়ি তম বর্ষের খুঁটি পুজো হল আজ, উপস্থিত ছিলেন বিধায়িকা অদিতি মুন্সি, দমকলমন্ত্রী সুজিত বসু , সংসদ সৌগত রায় | বিধায়িকা অদিতি মুন্সি এদিন ঢাক বাজান কেষ্টপুর প্রফুল্ল কানন অধিবাসীবৃন্দের খুঁটি পুজোতে | অদিতি মুন্সি সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন এদিন | খুঁটি পুজোতে এদিন দেখা যায় মহিলা ঢাকি দের দল | সুজিত বসু এই বছর দুর্গা পূজা নিয়ে অনেক আশাবাদী |