থিমের মোড়কেই সেজে উঠছে এবারের বিষ্ণুপুর পুজো কমিটি। প্রতিবারের মতনও এবারও তাদের ঝুলিতে নতুন চমক। হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে এবার মণ্ডপে তুলে ধরতে চলেছেন এই পুজোর কর্মকতা থেকে শুরু করে সদস্যমণ্ডলীরা।
বৃহস্পতিবার উল্টোরথ উপলক্ষ্যে এই পুজো কমিটি সেরে ফেলল তাদের খুঁটিপুজো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, টলিপাড়ার অভিনেত্রী লোপামুদ্রা সিনহা। চলতি বছরে কেবলই লোকসংস্কৃতি নয়, থাকবে দর্শনার্থীদের জন্য উপরি পাওনা ঋষি মণীষীদের মূর্তি, তাও আবার বালির তৈরি। সুদূর পুরী থেকে কিছুদিনের মধ্যেই শিল্পীরা এসে মূর্তি গড়ার কাজ শুরু করবেন।