অনুপম সিংহ হত্যাকাণ্ডে মনুয়া মজুমদার এবং তার প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। দু' জনকেই পঞ্চাশ হাজার টাকা করে জরিমানারও নির্দেশ দিয়েছেন বিচারক। জরিমানা অনাদায়ে অতিরিক্ত একবছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আদালতের এই নির্দেশে একেবারেই খুশি নন নিহত অনুপমের পরিবারের সদস্যরা। প্রথম থেকেই মনুয়া এবং অজিতের ফাঁসির সাজার দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। এই মামলার সরকারি আইনজীবীর ভূমিকায় নিয়েই প্রশ্ন তুলেছেন নিহত অনুপমের বাবা এবং পরিবারের অন্য সদস্যরা। মনুয়া এবং অজিতের ফাঁসির শাস্তির দাবিতে সম্ভবত উচ্চ আদালতে আবেদন জানাতে চলেছে অনুপমের পরিবার।
২০১৭ সালের ২ মে উত্তর চব্বিশ পরগণার বারাসতে নিজের প্রেমিক অজিত রায়ের সঙ্গে মিলে স্বামী অনুপম সিংকে খুনের অভিযোগ ওঠে মনুয়া মজুমদারের বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল সাধারণ মানুষের মধ্যে। বৃহস্পতিবার মনুয়াকে খুনের চক্রান্ত এবং অজিতকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেন বিচারক। এ দিন সাজা ঘোষণা হয়। নিহত অনুপম সিংহের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, 'আমি প্রতারিত হয়েছি, বিচার পাইনি।'