মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ। তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ। তিনি ছাড়াও যোগ দিলেন পবন বর্মা।
দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর দিল্লিতে। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করার কথা রয়েছে তাঁর। রাজ্যের একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। যার মধ্যে অন্যতম বিষয়, বিএসএফ ইস্যু। দিল্লি যাওয়ার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই জানান তিনি। এদিন দিল্লি যাওয়ার আগে মমতা সাফ জানান, 'গায়ের জোড়ে এলাকা দখল করতে দেবো না।' সোমবার দিল্লি যাওয়ার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ। তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ। তিনি ছাড়াও যোগ দিলেন পবন বর্মা। কীর্তি আজাদ তৃণমূলে যোগ দিতে পারে সেই জল্পনা আগেই ছিল। জল্পনা সত্যি করেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃত্বরাও। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে যান জাভেদ আখতারও।