করোনা কালে কাজ হারিয়েছেন অনেকেই। কাজ হারিয়ে টান পড়েছে তাঁদের রুটি-রুজিতে। অভাব অনটনের মধ্যেই দিন কাটছে খেটে খাওয়া মানুষদের। সেই সমস্ত মানুষদের পাশেই এবার দাঁড়িয়েছেন ক্ষিতিশ বর্মন। রায়গঞ্জ ব্লকের আবদুলঘাটা গ্রামের বাসিন্দা তিনি। গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিলেন তিনি। দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন চাল এবং আলু। গরীব অসহায় পরিবারের হাতে তুলে দিলেন ১০ কেজি করে চাল আর ৫ কেজি করে আলু। তাঁর এই উদ্যোগে উপকৃত হচ্ছেন বহু মানুষ।