'কন্যাই সম্পদ' এই বার্তা দিতে নদিয়ার মাজদিয়া নাঘাটা গ্রামে মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করলেন এক শিক্ষক দম্পতি, ৪ বছরের শিশু কন্যাকে লক্ষ্মী সাজিয়ে ব্রাহ্মণ ডেকে পূজা করলেন তারা, জীবন্ত লক্ষ্মীকে দেখতে ভিড় করেন বহু মানুষ
সমাজকে বার্তা দিতে মেয়েকে লক্ষ্মী রূপে পুজো করলেন এক শিক্ষক দম্পতি | কন্যাই সম্পদ' এই বার্তা দিতেই ৪ বছরের মেয়েকে ব্রাহ্মণ ডেকে পূজা করলেন তারা | ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাজদিয়া নাঘাটা গ্রামের | জীবন্ত লক্ষ্মীকে দেখতে ভিড় করেন বহু মানুষ | ওই দম্পতি জানান বাড়ির লক্ষ্মীকে লক্ষ্মীরূপে পূজা করতে পেরে তারা ধন্য |