পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে, চলুন দেখে নেওয়া যাক অর্পিতার সম্পর্কে কি বললেন তার মাসি
এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বন্ধু অর্পিতা | পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে | অর্পিতার মাসি স্মৃতি মুখোপাধ্যায়ের বাড়িতেই থাকেন তাঁর দাদু | তাই মাঝেমধ্যেই দাদুকে দেখতে আসতেন অর্পিতা | মাসীর বাড়ির লোকজন তাকে অভিনেত্রী এবং মডেল হিসাবেই জানতেন | মাসী জানান মাসখানেক আগেও অর্পিতা বোনকে নিয়ে এসেছিল দাদুকে দেখতে | আমাদের এখানে কোনোদিন প্রভাবশালী কাউকে নিয়ে আসেনি বলে দাবী করেন মাসী | প্রসঙ্গত, অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলেও মাসির বাড়ি ছিমছাম, আর পাঁচটা সাধারন মধ্যবিত্ত বাড়ির মতোই। একতলা সেই বাড়িতেই থাকেন দাদু দুর্গাপদ চক্রবর্তী। সাদাসিধা তাঁর মাসি ও মেসো নিজেও। দাদু কঠিন অসুখে ভুগছে। ফলে সেই জন্যই দাদুকে প্রায়শই দেখতে আসত অর্পিতা।